ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আরটিভি’র রনি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আরটিভি’র রনি

ঢাকা: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি’র রিপোর্টার সৈয়দ তামজিদ আহমেদ রনি।

রনি আরটিভি’র নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের রিপোর্টার হলেও তিনি সব সময় একটি ভিডিও ক্যামেরায় চলতি ঘটনাবলি ধারণ করেন।



মঙ্গলবার (০৩ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ হলে তাকে পুলিশি পাহারায় এজলাস থেকে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এ সময় প্রায় ১৫/২০টি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পারসনসহ দৈনিক ও অনলাইন পত্রিকার ফটো সাংবাদিকরা ভিডিও ফুটেজ ও ছবি তুলছিলেন। সাংবাদিক, পুলিশ ও আইনজীবীদের প্রচণ্ড ভিড় ছিল সেখানে।

এ সময় রনি তার ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে পেছনে চলার সময় এক পুলিশ সদস্য অনিচ্ছাকৃতভাবে তার জুতায় পা দিয়ে চেপে ধরে রাখেন। মুহূর্তেই দেহের ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান রনি।

অন্য ক্যামেরাপারসনরাও পেছনে চলছিলেন। ফলে রনি পড়ে গেলেও তারা দেখতে পাননি। কয়েকজন সাংবাদিক তাকে জুতা দিয়ে পাড়িয়ে দেন। বিপদ বুঝে দ্রুত উঠে দাঁড়ান তিনি।

কোর্ট অঙ্গনের এক আইনজীবী সহকারী প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, ফুটেজ নিতে নিতে পেছনে চলার সময় হঠাৎ পড়ে যান আরটিভি’র এক ক্যামেরাপারসন। এ সময় অন্যান্য মিডিয়ার ক্যামেরাপারসনরাও তাকে পদদলিত করে পেছাতে থাকে। ধাক্কা সামলে মুহূর্তেই তিনি উঠে না দাঁড়ালে ফখরুলকে কর্ডন করে রাখা পুলিশ ও আইনজীবীদের জুতার নিচে পড়ে প্রাণ হারাতেন তিনি।

রনি বাংলানিউজকে বলেন, না দেখে অনেকেই পায়ে পাড়িয়ে গেছেন। দ্রুত উঠে দাঁড়াতে না পারলে খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই খবর হয়ে যেতাম।

শরীরের বিভিন্ন স্থানে তিনি ব্যথা পেয়েছেন বলেও জানান সৈয়দ তামজিদ আহমেদ রনি।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।