ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রায়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরুল মোল্যা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের জলিল মোল্যার ছেলে।

নিহত ইমরুলের বাবা জলিল মোল্যা জানান, ইমরুল ঢাকায় একটি কোম্পানির গাড়ির চালক ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে বেড়াতে আসেন। দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি গাছে উঠে ডাল কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ইমরুল গুরুতর আহত হন।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে বেলা আড়াইটার দিকে ডা. মোকসেদুল মোমিন তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।