ঢাকা: সাভারের রানা প্লাজা দুর্ঘটনার প্রেক্ষাপটের ওপর নির্মিত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের প্রদর্শন সারা বাংলাদেশে স্থগিত ঘোষণা করেছে সরকার।
মঙ্গলবার (০৩ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘রানা প্লাজা’ চলচ্চিত্রের বিষয়ে সেন্সর আপিল কমিটির কাছে আপিল আবেদন হওয়ায় উক্ত আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটির প্রদর্শন সমগ্র বাংলাদেশে স্থগিত করা হয়েছে।
এর আগে তথ্য মন্ত্রণালয় ১৭ সেপ্টেম্বর এমন আর একটি প্রজ্ঞাপন জারি করেছিল।
ওই আদেশের অনুবৃত্তিক্রমে প্রজ্ঞাপন জারি করে চলচ্চিত্রটির প্রদর্শন স্থগিত করলো সরকার।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/এএ