ঢাকা: বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় শ্রমিকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন এ খাতে কর্মরতরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
রাজধানীর মতিঝিলে ঘরোয়া হোটেলে শিশু শ্রমিক রিয়াদ হত্যার প্রতিবাদ ও জড়িত মালিক সোহেলের ফাঁসির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, শ্রমিক নেতা রুহিন হোসেন প্রিন্স, রাজেকুজ্জামান রতন, সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাজধানীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। এমনকি কথায় কথায় তাদের মারধর করা হয়। তাই এসব শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
একই সঙ্গে শিশু রিয়াদ হত্যায় অভিযুক্ত মালিক সোহেলকে গ্রেফতারের দাবি জানান শ্রমিক নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমএ/এফবি/আরইউ/এএ