সিলেট: সিলেটে দু’টি রেস্টুরেন্ট থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে নগরীর বন্দরবাজার লালদিঘীরপাড় এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির জন্য হকার্স মার্কেটের জনতা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং লালদিঘীরপাড়ের গোবিন্দার রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার ও শাহাদাত হোসেন।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এএএন/আইএ