ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রামগতির দুই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
রামগতির দুই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯নং চরগাজী ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৭নং চর রমিজ ইউপি নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে রামগতি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন চর গাজী ইউপি চেয়ারম্যান মো. তাওহীদুল ইসলাম সুমন ও চর রমিজ ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ারসহ নির্বাচিত সদস্যরা।


 
অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান।

দীর্ঘ ১৮ বছর পর গত ১৫ অক্টোবর চরগাজী ও চর রমিজ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সীমানা নিয়ে বিরোধের কারণে দীর্ঘ এ দেড় যুগ নির্বাচন বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।