ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সার ব্যবসায়ীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বগুড়ায় সার ব্যবসায়ীর জরিমানা

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজার এলাকায় আরএমএইচ এগ্রো ফার্টিলাইজার প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
এ সময় আদালত উপজেলার মাইলহাট গ্রামের আব্দুল বাছেদের ছেলে আব্দুর রহিমকে (৩৫) ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেন।

পাশাপাশি গুদামে মজুদ করা প্রায় দুই হাজার কেজি ভেজাল সার ধ্বংস করা হয়।
 
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  
 
সোমবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার এনডিসি ও সংশ্লিষ্ট উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।