ঝালকাঠি: ঝালকাঠিতে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানি করায় মো. নূরুল আমিন (৩৫) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
ওই ছাত্রীর অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে স্থানীয়রা শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
অভিযুক্ত নূরুল আমিন সদর উপজেলার পোনাবালিয়ার নগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা।
শিশুটির বাবা বাংলানিউজকে জানান, শিক্ষক নূরুল আমিন গত কয়েকদিন ধরে তার মেয়েকে হয়রানি করছে ও বাজে প্রস্তাব দিয়েছে। মেয়ে তার মাকে বিষয়টি জানিয়ে স্কুলে যেতে অনাগ্রহ দেখায়। পরে তারা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পান।
এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও তিনি জানান।
তবে অভিযুক্ত শিক্ষক নূরুল আমিন অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, তাকে ফাঁসাতে উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনা সাজানো হয়েছে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি) মাহে আলম জানান, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর