ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যাসহ ২ হামলা

পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তদন্ত শুরু ডিবি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তদন্ত শুরু ডিবি’র

ঢাকা: ব্লগার হত্যা মামলা তদন্তের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনের ওপর হামলার মোটিভ উদ্ধারে কাজ করছে গোয়েন্দা পুলিশ।

ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণসহ প্রযুক্তিগত বিষয়ের পাশাপাশি সোর্স নিয়োগ করে মামলার তদন্ত শুরু করেছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।



ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে বলেন,  প্রথাগত তদন্তের পাশাপাশি তথ্যপ্রযুক্তিগত সহায়তা নিয়ে তদন্ত কাজ শুরু করেছে পুলিশ। মামলা তদন্তের ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা কাজে লাগানো হচ্ছে।

তিনি আরও বলেন,  থানা পুলিশ তদন্ত শুরু করলেও গুরুত্ব বুঝে মামলা দু’টি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে জাগৃতির প্রকাশক দীপন হত্যার মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ টিম তদন্ত শুরু করেছে। আর শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনের ওপর হামলার ঘটনাটি তদন্ত শুরু করেছে ডিবি পশ্চিম।
 
 এ পুলিশ কর্মকর্তা বলেন, দু’টি মামলার তদন্তই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে এর আগে অন্যান্য ব্লগার হত্যা মামলায় আমরা চার্জশিট দিয়েছি। বেশ কয়েকজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও করেছি। এসব মামলার তদন্ত অভিজ্ঞতার আলোকে আমাদের মনে হয়েছে, আনসাররুল্লাহ বাংলা টিম এ হামলায় জড়িত থাকতে পারে।
 
আজিজ সুপার মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ থেকে কোনো সহায়তা পেয়েছেন কি না জানতে চাইলে মুনতাসিরুল ইসলাম বলেন, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত করছে। পাশাপাশি সোর্সও নিয়োগ করেছে। আপাতত আমরা এ বিষয়ে বেশি কিছু বলছি না।
 
শুদ্ধস্বরের অফিস ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা ছিলো না। মামলার তদন্তে সেটা কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্তের জন্য সিসি টিভি ফুটেজই একমাত্র ইনডিকেটর নয়। তদন্তে আমরা ব্যক্তিগত, ব্যবসায়িক দ্বন্দ্ব ও জঙ্গি সংশ্লিষ্টতার বিষয় মাথায় রেখে কাজ শুরু করেছি।
 
উল্লেখ্য, শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর অফিসে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে গুরুতর আহত করে দুবৃর্ত্তরা।

এর কাছাকাছি সময়ে শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন বিকেলে মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিস (১৩২ নম্বর দোকান) থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এনএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।