ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার অপরাধে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পলাশ চন্দ্র বিশ্বাস (৪০), মাঝিকান্দা গ্রামের কাদের মিয়ার ছেলে শাহিন (২৪), মশাউজান গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে রফিকুল ইসলাম (২২) ও মধ্য যোজদিয়া গ্রামের ইমারত মাতুব্বরের ছেলে মিলন হোসেন (২৩)।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বেলা সাড়ে পাঁচটার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজ প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন।
নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস জানান, এম.এন একাডেমিতে জেএসসি’র ইংরেজী পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিদর্শনে গিয়ে নকল সরবরাহের সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বাকি তিনজনকে আলাদা আলাদাভাবে আটক করে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস