ঢাকা: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন- জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বদ্ধপরিকর। ধর্মীয় জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ অনেক সাফল্য অর্জনে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, সোমবার (০২ নভেম্বর) রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত ইন্টারপোলের ৮৪তম বার্ষিক সাধারণ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ‘সন্ত্রাস দমন: বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, দেশে যেন আর জঙ্গি উত্থান না ঘটে সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। জঙ্গিবাদের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
ইন্টারপোলের সম্মেলনে তিনি আরো বলেন, জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছে। ২৭ জন জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জেএমবির ৬ জনের ফাঁসি কার্যকর হয়েছে।
আইজিপি বলেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি), জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদাত-ই আল হিকমা, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলাটিম (এটিবি) নিষিদ্ধ করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশে সংঘটিত দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, বিদেশি নাগরিক হত্যার ঘটনা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান বাংলানিউজকে জানান, বাংলাদেশ পুলিশের আইজিপি’র বক্তব্য শেষে সম্মেলনে উপস্থিত বিভিন্ন দেশের পুলিশ প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান আরো জানান, বাংলাদেশের পুলিশ প্রধান ইন্টারপোল সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলনে সংগঠনটির ১৯০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) এ সম্মেলন শেষ হবে। পরে আইজিপি দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এনএইচএফ/এএসআর