ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় প্রধান শিক্ষককে ১৫দিনের জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
শার্শায় প্রধান শিক্ষককে ১৫দিনের জেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): বিভিন্ন অনিয়মের অভিযোগে যশোরের শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন আলী তাকে এই কারাদণ্ডের আদেশ দেন।



শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ওই শিক্ষককে শিক্ষা বোর্ডের আদেশক্রমে চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষার সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে স্কুলের সমস্ত কক্ষে তালা মেরে স্কুলের বাইরে অবস্থান করেন। দুপুর ২টায় পরীক্ষা শুরুর সময় হলেও তিনি স্কুলে আসেনি।

পরে কর্তৃপক্ষ স্কুল রুমের সমস্ত তালা ভেঙে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে দেয়। এ ধরনের মারাত্মক অপরাধের কারণে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫দিনের কারাদণ্ড দেওয়া হয়।

আটক শিক্ষককে বুধবার (০৪ নভেম্বর) সকালে যশোর জেল হাজতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।