ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন(ফাইল ফটো)

ঢাকা: ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে’ বিষয়টি নিয়ে সরকারের অবস্থান জানাতে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
 
রোববার (৮ নভেম্বর) গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ অংশ নেবেন তিনি।

 
 
বিএসআরএফ সভাপতি শ্যামল সরকার জানান, আগামীতে সব স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিকে, দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে নেওয়া এ ব্যবস্থা স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের হাত দিয়েই শুরু হচ্ছে।
 
এ ব্যবস্থা নিয়ে সরকারের অবস্থান জানতে স্থানীয় সরকার মন্ত্রীকে আগামী রোববার বিএসআরএফ সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
 
এর আগে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বেশ কয়েকজন অতিথি সাম্প্রতিক বিষয়ভিত্তিক বিএসআরএফ সংলাপে অংশ নেন।  
 
এ অনুষ্ঠানে সাংবাদিকদের অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আয়োজক সংগঠনের পক্ষ থেকে।
 
বাংলাদেশ সময় : ২০১৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএমএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।