ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্ব কর্মকর্তাদের পদবী পরিবর্তন

সরকারকে অভিনন্দন বাকাএভ’র

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
সরকারকে অভিনন্দন বাকাএভ’র জাতীয় রাজস্ব বোর্ডের চেয়াম্যান মো. নজিবুর রহমান

ঢাকা: মাঠ পর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের পদবী পরিবর্তনের সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ কাস্টমস ভ্যাট এন্ড এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বাকাএভ)।     

মাঠ পর্যায়ের সহকারী রাজস্ব কর্মকর্তা পদ ইন্সপেক্টর এবং রাজস্ব কর্মকর্তার পদকে সুপারিনটেন্ডেন্ট করার ঘোষণা দেওয়ায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়াম্যান মো. নজিবুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাকাএভ নেতৃবৃন্দ।


 
বাকাএভ’র সভাপতি নাজমুল হাফিজ আহমেদ এবং মহাসচিব মো. মিজানুর রহমান জানান, সরকারের এই পদক্ষেপে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সরকারের এই পদক্ষেপে মাঠ পর্যায়ে রাজস্ব আদায় আরো বৃদ্ধি পাবে।   রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের এই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই।
 
সভাপতি নাজমুল হাফিক আরো জানান, গত ৩০ অক্টোবর সেগুনবাগিচায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদবী পরিবর্তনের ঘোষণা দেন।
 
ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মো. এনায়েত হোসেন ও রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) সুলতান মো. ইকবাল উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময় : ২০২১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।