গাজীপুর: শ্রীপুর পৌরসভার উন্নয়নের লক্ষ্যে নাগরিক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও পৌর সচিব মনিরুজ্জামান সিকদারের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ঢাকা’র নির্বাহী প্রকৌশলী আসাদুল হক।
বক্তব্য দেন রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিটি প্রকল্পের উপপরিচালক ওয়ালিদ মাহমুদ, সাইদ আহমেদ বাসেদ, সহকারী পরিচালক শাহীন আক্তার, নূর জাহান লিপি ও রাজিয়া সুলতানা। কর্মশালার উদ্বোধন করেন শ্রীপুর পৌরসভার কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল।
কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, পৌরসভার কাউন্সিলর, প্রকৌশলী, কর্মকর্তা এবং তৃণমূল নাগরিক কমিটির সদস্যবৃন্দ।
কর্মশালায় কর আদায়, যোগাযোগ ব্যবস্থা, ড্রেন ও সকল উন্নয়নকাজের অনলাইনভিত্তিক তথ্য বাতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে পৌর নাগরিকদের নিয়মিত পৌর কর প্রদান, নিজ হাতে বর্জ্য যথাস্থানে ফেলা, সড়ক ও ড্রেন পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় পৌরসভা থেকে নাগরিক অধিকার প্রাপ্তিতে নানা সুযোগ ও সুবিধার কথা বিশ্লেষণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০৩,২০১৫
আরআই