নীলফামারী: নীলফামারীতে ট্রাকের নিচে চাপা পড়ে একটি অটোরিকশায় থাকা উত্তরা ইপিজেডের দুই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত ৮টার দিকে ইপিজেড থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাচারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম ফাতেমা বলে জানা গেছে। তবে কেউ আহত হয়েছে কিনা জানা যায়নি।
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আরমান আলী বাংলানিউজকে জানান, কাজ শেষে অটোরিকশা করে ফিরছিলেন ওই দুই শ্রমিক। পথে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর