গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে ছোরমান আলী (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ছোরমান আলী গজারিয়া ইউনিয়নের গলনা গ্রামের মুক্তিযোদ্ধা মতি শেখের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ফুলছড়ি হাট থেকে বাড়ি ফিরছিলেন ছোরমান আলী। পথে ব্রহ্মপুত্র নদের গলনা এলাকার পশ্চিম প্রান্তে থেকে পূর্ব প্রান্তে সাঁতরে পার হতে যান তিনি। মাঝামাঝি আসার পর হঠাৎ ডুবে যান।
গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু বাংলানিউজকে জানান, স্থানীয়ভাবে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর