ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা দিতে যাওয়ার পথে মাদ্রাসাছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
পরীক্ষা দিতে যাওয়ার পথে মাদ্রাসাছাত্রী নিহত

কুমিল্লা: পরীক্ষা দিতে যাওয়ার পথে পিকআপভ্যানের ধাক্কায় সামিয়া আফরিন (১৪) নামে এক জেডিসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফকিরবাজার এলাকায় এ দুঘর্টনা ঘটে।

বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সামিয়া উপজেলার আলকরা ইউনিয়নের ঝিনাইগাজি এলাকার হুমায়ন কবিরের মেয়ে। সে গাংরা মহিলা মাদ্রাসা থেকে এবার জেডিসি পরীক্ষা দিচ্ছিল।

নিহতের মামা আলিফ হোসেন জয় বাংলানিউজকে জানান, দুপুরে মিনিবাসে করে সামিয়া চিওড়া এলাকায় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এ সময় জানালার বাইরে মাথা বের করে ছিল সে।

ফকিরবাজার এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান বাস ঘেষে যাওয়ার সময় সামিয়া পিকআপভ্যানের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ রাত সাড়ে ৯টায় বাংলানিউজকে জানান, তিনি বিষয়টি জানেন না।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।