ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে থাকা আসামিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
কারাগারে থাকা আসামিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

ঢাকা: হাজত বাস থেকে দণ্ডের মেয়াদ বাদ না দেওয়া আসামিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের কারা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (০৩ নভেম্বর) এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ।



আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অবন্তী নুরুল।  

তিনি সংবাদিকদের জানান, সিলেট কারাগারে থাকা ৪৩ দণ্ডিত আসামি হাজত বাস থেকে কারাদণ্ডের মেয়াদ বাদ দেওয়ার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়টি উল্লেখ করে আইন ও সালিশ কেন্দ্রের (আসাক) পক্ষে  আদালতের রিট আবেদনটি করা হয়।

তিনি আরও জানান, ফৌজদারি কার্যবিধি ৩৫ক- এ বলা হয়েছে, আসামির সমগ্র কারাদণ্ড থেকে হাজতে থাকবার সময় বাদ দিতে হবে। কিন্তু সিলেট কারাগারে ৪৩ আসামি এই সুবিধা পায়নি। এজন্য আদালত এ ধারা অনুসারে সুবিধা বঞ্চিত আসামিদের তালিকা চেয়েছেন। একই সঙ্গে রুলও জারি করেছেন।

চার সপ্তারে মধ্যে স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের এ রুলের জাবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
ইএস/এসইউজে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।