ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশকে লক্ষ্য করে গুলি, গাড়ি খাদে পড়ে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
পুলিশকে লক্ষ্য করে গুলি, গাড়ি খাদে পড়ে আহত ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় সদর থানা পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তদের প্রাইভেটকারটিকে ধাওয়া করতে গিয়ে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে আব্দুল আওয়াল ভূঁইয়া নামে একজন উপপরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।



মঙ্গলবার(০৪ নভেম্বর) দিনগত রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বাকি চার পুলিশ সদস্যরা হলেন- পুলিশের  গাড়ি চালক কনস্টবল আবুল বাশার (২৫), মিঠুন চন্দ্রনাথ (২২), সহিদুল ইসলাম (২৬) ও আরিফুল ইসলাম (২৫)।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ বাংলানিউজকে জানান, রাতে সদর থানা পুলিশের একটি টহল দল কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় দায়িত্ব পালন করছিল। তারা খবর পান, লাল রঙের একটি প্রাইভেটকারে অস্ত্র এবং মাদকের একটি চালান ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছে। ঘাটুরা এলাকায় প্রাইভেটকারটি এলে পুলিশ গাড়িটি থামতে সংকেত দেয়।

কিন্তু প্রাইভেটকারটি পুলিশের সংকেত অমান্য করলে পুলিশ এটির পিছু নেয়। এক পর্যায়ে প্রাইভেটকারটি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সেতু পার হয়ে ডান পাশের গ্রামের কাঁচা রাস্তায় ঢুকে পড়ে। এসময় প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা পুলিশ ভ্যান লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। দুর্র্বত্তদের ছোড়া গুলি পুলিশ ভ্যানের চালকের সিটের পাশে লাগায় নিয়ন্ত্রণ হারিয়ে স্টিয়ারিং ছেড়ে দেয় চালক।

এতে গাড়িটি খাদে পড়ে গিয়ে পুলিশ সদস্যরা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এসআই আওয়াল বুকে আঘাত পেয়েছেন। তাকে ইসিজি করার পরামর্শ দেওয়া হয়েছে। বাকি আহতদের অবস্থা তেমন সংকটাপন্ন নয়। তারা হাত-পায়ে আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, দুর্বৃত্তদের ধরতে র‌্যাব-পুলিশ যৌথভাবে মাঠে নেমেছে।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।