ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৬ ঝুট গুদামে অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
গাজীপুরে ৬ ঝুট গুদামে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ছয়টি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



মঙ্গলবার (০৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে আমবাগ এলাকার মোতালেব হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন পার্শ্ববর্তী আবদুল করিম, আবদুর হালিম, মোশারফ হোসেন, শহীদ ও রেজাউল হকের টিনশেটের ঝুটের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।

এ খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে রাত ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।