ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

প্রকাশক দীপন হত্যার বিচার দা‌বি

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
প্রকাশক দীপন হত্যার বিচার দা‌বি প্রকাশক দীপন

ঢাকা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধশ্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিন লেখক-প্রকাশকের ওপর হামলায় জ‌ড়িতদের বিচারের দা‌বি‌ জানিয়েছে বাংলাদেশ নারী সাংবা‌দিক কেন্দ্র।

বুধবার (০৪ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দা‌বি জানানো হয়।



সংগঠ‌নের সভাপ‌তি না‌সিমুন আরা হক মিনুর সভাপ‌তিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউ‌জে’র সভাপ‌তি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের সাবেক ভি‌পি ড. মাহফুজা খানম, জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব মীর, নারী সাংবা‌দিক কেন্দ্রের ‌কোষাধ্যক্ষ আকতার জাহান প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরে এদেশের সৃ‌ষ্টিশীল মানুষদের হত্যা করা হয়েছিলো। বর্তমানে তরুণদের সৃ‌ষ্টিশীল কর্মকাণ্ড রুখতে তাদের ওপর হামলা চালা‌নো হচ্ছে, হত্যা করা হচ্ছে। এভাবে সমাজ চলতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্র‌তি‌ক্রিয়াশীলদের রুখতে হবে।

এ সময় প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জ‌ড়িতদের অ‌বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দা‌বি জানান তারা।

বাংলা‌দেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমএ/এইচআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।