ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
বকশীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে আহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩জন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।



খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

বুধবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বপাড়া গ্রামের সাইদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আজমলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে  বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আজমলের নেতৃত্বে ২০/২২জন স্বশস্ত্র অবস্থায় সাইদ মাস্টারের ভাতিজা আশরাফুলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ি-ঘর ভাঙচুর চালায়। পরে প্রতিরোধের মুখে আজমল গুরুত্বর আহত হয় এবং সাইদ মাস্টারের লোকজন আজমলের ছোটভাই ছুক্কু মিয়া আটকে রাখে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আজমল ও ছুক্কুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এই সুযোগ পরে আজমলের লোকজন একত্রিত হয়ে আবারো হামলা চালিয়ে সাইদ মাস্টারের ছোটভাই মোতালেবকে রাস্তা থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে।

পরে আবারো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড ফাঁকা গুলি করে মোতালেবকে উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত মোতালেবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। আবারো অপ্রীতিকার পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।