ঢাকা: নারীর ক্ষমতায়নের ধারা ট্রেনে উঠে গেছে, খুব শিগগিরই তা গন্তব্যে পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত নারীর ক্ষমতায়ন বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আর বেশিদিন বাকি নেই নারীর ক্ষমতায়ন সম্পূর্ণ হবে। নারীর ক্ষমতায়নের ধারা ট্রেনে উঠে গেছে, খুব শিগগিরই তা গন্তব্যে পৌঁছে যাবে। ’
এ সময় তিনি স্থানীয় সরকারে আরও বেশি সংখ্যক নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, ‘স্থানীয় সরকারে নারীদের আরও বেশি করে প্রতিনিধিত্ব দিতে পারলেই নারীর ক্ষমতায়ন পূর্ণাঙ্গ হবে। ’
অপরাজিতা নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন স্টেপ টুওয়ার্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, ছবি বিশ্বাস এমপি, নাজমুল হক প্রধান এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেবুন্নেছা আফরোজ হিরণ এমপি, কাজী রোজী এমপি, সেলিনা জাহান লিটা এমপি, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, এনজিও ব্যক্তিত্ব অ্যারামা দত্ত, গাইবান্ধার ভরতখালী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আজাদ শীতল প্রমুখ।
এ সময় আলোচকরা নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরআই