ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দীপন হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
দীপন হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও শুদ্ধস্বর প্রকাশনীর সত্বাধিকারী আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাবনা জেলা শাখার কর্মীরা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে এ আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল মতিন খান, ভাস্কর চৌধুরী, আবুল ফাত্তাহ, সাইদুর রহমান, অধ্যাপক আসাদুজ্জামান খোকন ও সুমন।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।