চাঁদপুর: রিয়াদ হত্যার খুনি আরিফুল ইসলাম সোহেলকে অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন করেছে।
বুধবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ শহরের ঐতিহাসিক বড় মসজিদের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কয়েক শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং সাবেক সাধারণ সম্পাদক ইকবালুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা কামাল মুজামদার, শহর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেল, পূর্ব হাটিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম ও ডা. আওলাদুজ্জামান শোয়রাব প্রমুখ।
এরআগে চলতি বছরের ২৭ অক্টোবর রাত পৌনে ১টার দিকে ঢাকায় হোটেল ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলাম সোহেল তার কর্মচারী রিয়াদ গুলি করে হত্যা করেন। এ ঘটনায় পরে দিন রিয়াদের বড় ভাই রিপন ঢাকা ওয়ারী থানায় আরিফুল ইসলাম সোহেলকে আসামি করে মামলা দায়ের করেন।
বিবাদী পক্ষের হুমকিতে রিয়াদের পরিবারের নিরাপত্তা চেয়ে (০২ নভেম্বর) সোমবার রাতে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএটি/এসএইচ