গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) সদস্যরা।
বুধবার (০৪ নভেম্বর) দুপুরে র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মফিজ উদ্দিন অস্ত্রসহ ঢাকা যাচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় শ্রীপুরের মোলাইদ এলাকায় র্যাব-১ এর মেজর মো. আসিফ কুদ্দুসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরে মোলাইদের মেঘনা এসোসিয়েট সাইকেল ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
এ সময় মফিজ উদ্দিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার এবং তার ব্যবহার করা প্রাইভেটকারটি জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরএইচ