ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
মালিবাগে অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ আবুজর গিফারি কলেজ রোডের শাহী মসজিদ সংলগ্ন ময়লাযুক্ত স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।



রাজধানীর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত ওই শিশু বয়স আনুমানিক ১১ বছর হবে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শ্বাসরোধে ওই শিশুকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এজেডএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।