ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক নয়’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
‘হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

(শাবিপ্রবি): অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ব্লগার-লেখক-প্রকাশক হত্যাকারীদের ধরতে সরকার নির্লিপ্ত। এ ব্যাপারে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।



বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশকদের হত্যা ও হত্যা চেষ্টার প্রতিবাদে ‘মহান মুক্তিযুদ্ধর চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের’ র‌্যালি ও সমাবেশে তিনি একথা বলেন।

জাফর ইকবাল বলেন, ‘আমি বুঝতে পারি না, আমাদের সরকার এত নির্লিপ্ত কেন। এ ব্যাপারে আমাদের কারও কোন সন্দেহ নাই যে, সরকার এদের ধরার ব্যাপারে আন্তরিক না। যদি আন্তরিক হতো, তবে সরকার এদেরকে ধরতে পারতো।

অভিজিৎ থেকে শুরু করে যাদের হত্যা করা হয়েছে, তাদের কাউকেই ধরতে পারেনি সরকার। আমি এটাকে বিশ্লেষণ করি এভাবে যে, কোন একটা কারণে সরকার মনে করে এদের ধরার দরকার নাই। যাদের হত্যা করা হয়েছে, তারা হচ্ছে ব্লগার। ব্লগার শব্দটা একটা অভিশপ্ত শব্দে পরিণত হয়েছে। ’

সরকারের মনোভাবকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘তারা (ব্লগার) হচ্ছে নাস্তিক, কাজেই, তারা তাদের নিজেদের দোষে মারা যাচ্ছে। আমি কেন (সরকার) তাদের ধরে খামাখা ওদের (সন্ত্রাসী) বিরাগভাজন হবো। ’ এটাই হলো আমাদের সরকারের সেন্টিমেন্ট। ’সরকার আন্তরিক না, সরকার আন্তরিক হলে কখনই স্বরাষ্ট্রমন্ত্রী বলতেন না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।

একই দিনে, একই সময়ে দুইজন প্রকাশককে আক্রমণ করা হয়েছে, এরপরও এটাকে বিচ্ছিন্ন  ঘটনা বলেন কিভাবে। হয় আমি বিচ্ছিন্ন’র মানে জানি না, নাহলে উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বিচ্ছিন্ন’র মানে জানেন না।

আমার একটাই অনুরোধ, সরকার যদি চায় তবে হত্যাকারীদের ধরতে পারবে। কাজেই সরকারকে চাইতে হবে, এদের যেন ধরা যায়। ’

তিনি বলেন, এখন সরকারের একটাই কাজ, ব্লগারদের উপদেশ দেয়া, ‘তোমরা বাড়াবাড়ি করো, লেখো,’ যেন খুন করাটা অপরাধ না, ব্লগে তারা যা লেখে তাই অপরাধ।

তিনি প্রশ্ন করে বলেন, এই দেশ কি আমরা চেয়েছিলাম?  কেউ যদি বলে সে নাস্তিক, তবে তার শাস্তি সৃষ্টিকর্তা দেবেন।

ড. সামসুল আলম এর সভাপতিত্বে এবং ড. মস্তাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ড. দ্বীপেন দেবনাথ, ড. মুহম্মদ ইউনুছ, ড. নাজিয়া চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়:১৪২১ ঘন্টা, নভেম্বর ০৪, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।