রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের মহিশালবাড়ীতে খালি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন মারা গেছেন।
নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী।
নিহতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের নিজাম হোসেনের ছেলে দুলাল হোসেন (১৮) ও মহিশালবাড়ী গ্রামের মুজিবুর শেখের ছেলে ডলার শেখ (২৮)।
এদের মধ্যে মোটরসাইকেল চালক দুলাল ঘটনাস্থলেই মারা যান। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে ডলারের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি (যশোর মেট্রো-ট-১১-০৮৭৪) আটক করেছে। তবে এর চালক ও হেলপার পলাতক।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ খান বাংলানিউজকে জানান, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি যাচ্ছিল গোদাগাড়ীর দিকে। মহিশালবাড়ী সড়কে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নীচে পিষ্ট হয়ে দুলাল ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর গাড়িতে রামেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পরিবারের ইচ্ছে অনুযায়ী নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় মামলা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএস/এএ