ঢাকা: বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় ওয়াশ গল্প প্রতিযোগিতা-২০১৫ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যলয়ের সচিব (এনডিসি) সুরাইয়া বেগম।
সিডর-আইলার ভয়াবহতা, পানির দুষ্প্রাপ্যতা ও লবণাক্ততা, ঢাকা শহরের পানির সংকট প্রভৃতি বিষয়ের ওপর সত্য ঘটনার ভিত্তিতে লেখা ৪২৮টি গল্পের মধ্যে সেরা পাঁচ গল্পকারকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিজয়ীরা হলেন- সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী জামাল উদ্দিন, কুষ্টিয়ার গৃহিনী পূর্ণিমা ঘোষ, কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মায়শা জেরিন, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা সুলতানা নাজনীন এবং টাঙ্গাইল নিকলা দড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ ফাহিমা আক্তার।
বাংলাদেশ ওয়াশ এলায়েন্সের কান্ট্রি কো-অর্ডিনেটর অলক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেদা আহসান, ইউনিসেফ ওয়াশ স্পেশালিস্ট মো. শফিকুল ইসলাম ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র নির্বাহী পরিচালক এস এম এ রশীদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র অ্যাডভোকেসি অ্যান্ড ইনফরমেশন চিফ জোসেফ হালদার।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এইচআর/এমএ/আরএম