ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কিডনি বিক্রি মামলার পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
কিডনি বিক্রি মামলার পলাতক আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ফারুখ হোসেন নামে কিডনি বিক্রির মামলায় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার ভেরিন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে আদালতের মাধ্যমে তাকে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

আসামি ফারুখ হোসেন কালাই উপজেলার ভেরিন্ডি গ্রামের ইসাহাক আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০১০ সালে দায়ের করা কিডনি বেচাকেনার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ফারুখ। পরোয়ানা জারির পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।  

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ভেরিন্ডি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

কালাই থানার ওসি সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, কিডনি বিক্রির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।