ঢাকা: অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এক হয়ে কাজের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।
বুধবার (০৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রমোদ মানকিন বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। কিন্তু একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তাদের চিহ্নিত করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আদিবাসীদের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, সরকার আদিবাসীদের অধিকার রক্ষায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ করেছে। সেই সঙ্গে আরও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিষ্ট সৈয়দ আবুল মাকসুদ, সদস্য সাংসদ (এমপি) এ. কে. এম ফজলুল হক, এমপি কবিরুল হক মুক্তি, কবি কাজী রুজী, সংবাদমাধ্যমকর্মী অঞ্জন রায়।
মূল প্রবন্ধ পাঠ করেন মাগুরা রাজবংশী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. সুভাষ রাজবংশী। আরডিসি’র সাধারণ সম্পদক জান্নাত-এ-ফেরদৌসীর সঞ্চালনায় সভা প্রধান হিসেবে ছিলেন সংস্থাটির চেয়ারপারসন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল।
এর আগে, একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংস্থাটি।
এদিকে, রাজবংশী সম্প্রদায়কে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে মানববন্ধন করেছে বাংলাদেশ রাজবংশী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমএ/এইচআর/আরএইচএস/আইএ