মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম আলী বিশ্বাস (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার (০৪ নভেম্বর) দুপুর কোলা ও নুরপুর সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটান ঘটে।
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বাংলানিউজকে জানান, শামিম আলীর পিরোজপুর থেকে মোটরসাইকেলে করে মেহেরপুরে আসার পথে কোলা ও নুরপুর সড়কের মাঝামাঝি স্থানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতলে নিয়ে আসে। এসময় দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাস তাকে মৃত ঘোষণা করেন।
তবে কিভাবে তিনি দুর্ঘটনার স্বীকার হয়েছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল চালানো অবস্থায় তিনি স্ট্রোক করে ব্যালেন্স হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএইচ