ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্র নদে নৌক‍া ডুবি, স্কুলছাত্রী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ব্রহ্মপুত্র নদে নৌক‍া ডুবি, স্কুলছাত্রী নিখোঁজ

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে নৌকা ডুবির ঘটনায় মোর্শেদা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার ফজলুপুর ইউনিয়নের ফুলছড়ি উপজেলার বালাসিঘাট-হারুডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।



গণউন্নয়ন কেন্দ্রের হারুডাঙ্গা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মোর্শেদা কামারজানি ইউনিয়নের হারুডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের মেয়ে।

ফুলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন জালাল বাংলানিউজকে জানান, সকালে ২০ বা ২৫ জন শিক্ষার্থী নিয়ে নৌকাটি সাপকাটা চড় থেকে হারুডাঙ্গা যাচ্ছিল। নৌকাটি হারুডাঙ্গা এলাকার কাছাকাছি গিয়ে ডুবে গেলে নৌকার অন্যান্য শিক্ষার্থীরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় রক্ষা পেলেও নিখোঁজ হয় মোর্শেদা।

বিকেল ৪টা পর্যন্ত মোর্শেদার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে তল্লাশি অব্যাহত রয়েছে, জানান গণউন্নয় কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা আফতাব হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।