ঢাকা: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী মনে করেন, চলতি বছরের ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন করতে পারলে কমিশনের পক্ষে ভালো হবে। সব কাজ সম্পূর্ণ শেষ হলে আগামী সপ্তাহেই তফসিলও ঘোষণা করা যেতে পারে।
বুধবার (০৪ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাবেদ আলী বলেন, ব্যক্তিগত ধারণা- আমরা চাইবো ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে পারি তবে আমার মনে হয় যে কমিশনের পক্ষে ভালো হয়। কেননা, জানুয়ারির ২ তারিখ থেকে ভোটার তালিকা রিভার্জিংয়ের কাজ চলবে। ফেব্রুয়ারিতে এসএসসি (মাধ্যমিক) পরীক্ষা। তাই ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। এতে কোনো কেন্দ্র স্থাগিত হলেও ডিসেম্বরেই পুনরায় নির্বাচন করা যাবে।
তিনি বলেন, পৌরসভা নির্বাচনের আইন সংশোধনের অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ হওয়ায় আমরা বিধিমালা সংশোধন করছি। আজই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। বিধিমালা ভেটিং হয়ে আসলেই নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে পারবো। সেভাবেই আমরা চিন্তাভাবনা করছি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় একদিনেই নির্বাচন হবে।
বিধিমালা সংশোধনের বিষয়ে জাবেদ আলী বলেন, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় দু’টি বিষয় বড় হয়ে দাঁড়িয়েছে। আগে প্রার্থী শুধু নিজের ছবি পোস্টারে ছাপাতে পারতেন, এখন দলীয় প্রধানের ছবিও দিতে পারবেন। স্বতন্ত্রদের জন্য জাতীয় নির্বাচনে মতো ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়ার বিধান থাকছে না। সহনীয় সংখ্যা থাকবে। নামমাত্র কিছু সংখ্যা থাকবে।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর ৩৭-৩৮ দিনের কম সময় থাকলে ‘টাইট’ হয়ে যায়। আমরা চাইবো প্রার্থীরা যেন তিন সপ্তাহ প্রচার করতে পারেন। এসব চিন্তা ভাবনা করে দেখেছি ৪০-৪২ দিন সময় থাকা দরকার। সামনের সপ্তাহে তফসিল হতে পারে যদি আমাদের প্রস্তুতি সম্পূর্ণরুপে শেষ হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবাদমাধ্যম সব সময়ই থাকে। তবে তা হতে হবে ভ্রাম্যমাণ, ভোটকেন্দ্রে দাঁড়াতে পারবেন না। সব দেশেই আমরা এসব দেখছি। কিছুদিন আগেও আমাদের একটি টিম দক্ষিণ কোরিয়া, ইংল্যান্ড হয়ে আসলো। সেসব দেশে সাংবাদিকরা ভোটকেন্দ্রের কাছেই যেতে পারে না। সে তুলনায় আমরা অনেক ছাড় দেই।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫, আপডেট ১৬৪৬
ইইউডি/আইএ