ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অ্যামনেস্টি স্বাধীনতার শত্রু-সাম্রাজ্যবাদীদের দালাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
অ্যামনেস্টি স্বাধীনতার শত্রু-সাম্রাজ্যবাদীদের দালাল

সাতক্ষীরা: বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ধৃষ্টতাপূর্ণ বিবৃতির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) বেলা ১২টার দিকে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এবং মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্র সম্মিলিতভাবে এ কর্মসূচি পালন করে।



এসময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মশিউর রহমান মশু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণা কেন্দ্র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নৌ-কমান্ডো আলফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আনছারুজ্জামান প্রমুখ।

বক্তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে স্বাধীনতা যুদ্ধের শত্রু ও সাম্রাজ্যবাদীদের দালাল আখ্যায়িত করে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

পরে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে দেওয়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।