মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে গাঁজা বিক্রির অপরাধে রহিদুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত রহিদুল ইসলামের বাড়ি গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের হলদিপাড়ায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টার দিকে ধলা পুলিশ ফাঁড়ির সদস্যরা গাঁড়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রহিদুলকে আটক করে। এসময় তার কাছে ৪০ গ্রাম গাঁজা পাওয়া যায়। বিকেলে তাকে পৌর এলাকার মালশাদহ মোড়ে বসানো ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এসআই