ফেনী: ফেনীতে একশ’ বোতল ফেনসিডিলসহ শাহজালাল হৃদয় (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আমতলী জোয়ার কাছাড় গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাহজালাল আমতলী জোয়ার কাছাড় গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী জোয়ার কাছাড় গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ওই এলাকার একটি বাড়ি থেকে একশ’ বোতল মাদক উদ্ধার করা হয়।
ফেনী ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড