ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে নকল সরবরাহ করায় দুই জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
ফরিদপুরে নকল সরবরাহ করায় দুই জনের কারাদণ্ড

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় জেএসসি-জেডিসি পরীক্ষায় নকল সরবরাহ করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নগরকান্দা উপজেলার চাঁদহাট গ্রামের ফরিদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২০) ও দহিসারা গ্রামের ইদ্রিস বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (৩০)।



বুধবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আজিজ তাদের প্রত্যেককে ছয় সপ্তাহ বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও দুই সপ্তাহের কারাদণ্ড দেন।

জানা যায়, নগরকান্দা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় স্থানীয় থানা পুলিশ তাদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।