গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আব্দুর রশিদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়াখাঁ গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, হুড়াভায়াখাঁ গ্রামের ধলু মিয়ার সঙ্গে পূর্ব বাছহাটী গ্রামের আব্দুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ-মামলা চলে আসছিল।
বুধবার সকালে ধলু মিয়ার পক্ষে আব্দুর রশিদ মোটরসাইকেলে করে গাইবান্ধা আদালতে যাওয়ার পথে হুড়াভায়াখাঁ এলাকায় আব্দুর রহমানের লোকজন পথরোধ করে তাকে মারধর করে।
খবর পেয়ে ধলু মিয়া তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারীসহ উভয় পক্ষের ১১ জন আহত হন।
আহতদের মধ্যে আলতা বেগম, রেজাউল, সুফিয়া বেগম, আংগুর মিয়া, সুজন, আব্দুর রশিদ ও ধলু মিয়াকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদের মধ্যে ধলু মিয়া ও আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে আব্দুর রশিদ মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রশিদের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড