ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাহার উদ্দিন (২২) ও মামুন (২৩) নামে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জঙ্গলমিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক বাহার উপজেলার কাতালিয়া গ্রামের মৃত আবু বকরের ছেলে এবং মামুন উত্তর কুহুমা গ্রামের আবুল খায়েরের ছেলে।
ছাগলনাইয়া মডেল থানার পরিদর্শক রাশেদ খান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল মিয়া বাজারের যাত্রী ছাউনির পাশ থেকে সাত বোতল মদসহ বাহার ও মামুনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড