নীলফামারী: নীলফামারীর জলঢাকায় সুমতি রানী (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী কাস্তে দিয়ে নিজের শরীর কেটে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
ময়নাতদন্তের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করবে পুলিশ।
নিহত সুমতি জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের পায়রাবন্দ গ্রামের পরেশ চন্দ্র রায়ের স্ত্রী।
পুলিশ জানায়, মানসিকভাবে অসুস্থ ছিলেন সুমতি। মঙ্গলবার রাতে নিজ ঘরে ধান কাটার কাস্তে দিয়ে নিজেই শরীরের বিভিন্ন অংশ কেটে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড