ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল‍ করতেই আশুলিয়ায় পুলিশ খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
যুদ্ধাপরাধীদের বিচার বানচাল‍ করতেই আশুলিয়ায় পুলিশ খুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই আশুলিয়ায় পুলিশ কনস্টেবলকে খুন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান।

তিনি বলেন, দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতেই ২০১৩ ও ২০১৪ সালে পুলিশকে টার্গেট করে হত্যা করা হয়েছে।

বুধবারও (০৪ নভেম্বর) আশুলিয়ায় নির্মমভাবে হত্যা করা হয়েছে পুলিশ সদস্যকে।

শীর্ষ দুই মানবতাবিরোধী অপরাধীর বিচার শেষ মুহুর্তে। এ বিচার বানচাল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। স্থানীয় পর্যায়ের স্বাধীনতাবিরোধীরা অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু তারা কখনোই লক্ষ্যে পৌঁছতে পারবে না।

বুধবার (০৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হারুন-অর রশিদ, উত্তরের অ্যাডিশনাল এসপি আব্দুল হামিদসহ ময়মনসিংহের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।

১৯৭১ ও ১৯৭৫ সালের ঘাতকরাই দুই বিদেশিকে হত্যা ও পুলিশকে হত্যার ঘটনা ঘটাচ্ছে মন্তব্য করে ঢাকা রেঞ্জের ডিআইজি আরো বলেন, পুলিশ হত্যার ঘটনার সঙ্গে কারা জড়িত, পেছনে কারা জড়িত সেটাও খুঁজে বের করা হবে।

অদৃশ্য হাজার হাজার ঘটনা পুলিশ রুঁখে দেয় এমনটি জানিয়ে ডিআইজি বলেন, পুলিশ দ্রুতগতিতে ব্যবস্থা নিচ্ছে বলে দেশ স্বাভাবিক রয়েছে।

১৭ নভেম্বরের পর এসব থাকবে না জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা মানুষকে নিরাপত্তাহীন করে, জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে চাপ সৃষ্টি করে মানবতাবিরোধী অপরাধীদের মুক্ত করতেই এ ধরনের চক্রান্ত করছে।

দেশের ৬৮টি কারাগারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে ডিআইজি বলেন, একটি ঘটনাকে, সময়কে কেন্দ্র করে সারাদেশে স্বাধীনতাবিরোধীরা অপকর্ম করতে প্রস্তুত। এ কারণে মানুষকে নিরাপদ রাখতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।