বরিশাল: বরিশালে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সৈয়দ জিয়াউল হোসেন রুমান নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (৪ নভেম্বর) বরিশাল জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রফিকুল ইসলাম এ রায় দান।
রায়ে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত রুমানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্ত রুমান মহানগরের দক্ষিণ আলেকান্দার ডেঙ্গু সর্দার রোডের বাসিন্দা মোজাম্মেল হোসেনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজ আহম্মেদ দণ্ডাদেশের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩ অক্টোবর নিজ বাসায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ রুমানকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) শাহ ফয়সাল আহম্মেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এসআই দেলোয়ার হোসেন এ ঘটনায় একই বছরের ৩১ অক্টোবর চার্জশিট দাখিল করেন।
আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রুমানকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দেয়।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড