লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে দোকানের সামনের রাস্তা দখলের দায়ে আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রায়পুর পৌর শহরে যানজট নিরসনে অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম এসব জরিমানা আদায় করেন।
জরিমানার দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবুজ স্টোর, সোনালী ভ্যারাইটিজ স্টোর, আবুল হোসেন স্টোর , বিসমিল্লাহ স্টিল, তারেক হোটেল, শাহাদাত স্টোরের নাম জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রায়পুর পৌর শহরে যানজট নিরসনে অভিযান দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানের সামনের সড়কে জায়গা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আট প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট শারমিন আলম জরিমানা আদায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড