গাজীপুর: গাজীপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে ১০ গ্রাহককে ৬ লাখ ১৭ হাজার ৪শ ৬৭ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী জানান, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ চুরি করে ব্যবহার করে আসছিলো কিছু গ্রাহক।
এটা জানতে পেরে অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরির দায়ে আদালত গাজীপুর সিটি করপোরেশনের মারিয়াল এলাকার ফরিদা ইসলামকে ৮৬ হাজার ৭শ ০২ টাকা, হারুন অর রশিদকে ৪৫ হাজার ৭শ ২০ টাকা, ধীরাশ্রম এলাকার মাকছুদা বেগমকে ৬৮ হাজার ৭শ ২ টাকা, হায়দরাবাদ এলাকার মোকতার হোসেনকে ৮০ হাজার ১শ ৯৩ টাকা, মো. জালাল উদ্দিনকে ২ লাখ ৫ হাজার ৮শ ৫১ টাকা, বারেক মিয়াকে ৩১ হাজার ২২৮, নূরজাহানকে ১ লাখ ১৩ হাজার ৯শ ২১ টাকা, রহিম আলীকে ৪৫ হাজার ৭শ ২০ টাকা, শাহিদা বেগমকে ৬৭ হাজার ৯শ ৬৬ টাকা ও বিল্লাল হোসেনকে ৫১ হাজার ৪শ ৬৪ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এএ