লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করেছে নৌ-পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশ রক্ষায় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানকালে জাটকাসহ ৭ হাজার বর্গমিটার জল জব্দ করা হয়। এ সময় জেলেরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড