খুলনা: খুলনায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিনভর এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এসময় রেলওয়ের পাকশি পশ্চিম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ের জমি লিজ নিয়ে নগরীর স্টেশন রোড ও লোয়ার যশোর রোডে মোট ৩শ ৩১টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু খুলনায় আধুনিক রেল স্টেশন নির্মাণ কাজের জন্য জমির প্রয়োজন হলে চলতি বছর থেকে তাদের লাইসেন্স বাতিল করা হয়।
একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্টদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়। একাধিকবার মাইকিং করেও তাদের সরে যেতে বলা হয়। কিন্তু ব্যবসায়ীরা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে বুলডোজার দিয়ে ৫০টিরও অধিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমআরএম/এএ