সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন শ্রমিকের সাত দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ টি এম মুর্শেদ এ দণ্ডাদেশ দেন।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি বোমা মেশিন ও পৃথক একটি অভিযানে পাঁচটি বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা গ্রামের জহুর মিয়ার ছেলে শফিক মিয়া (৩০), একই গ্রামের শামছুল মিয়ার ছেলে এখলাছ মিয়া (২৮) ও নগর আলীর ছেলে লিয়াকত আলী (২৭)।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন তিন শ্রমিকের কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের সহকারী কমিশনার এ টি এম মুর্শেদ ও অঞ্জন দাসের নেতৃত্বে ধোপাজান চলতি নদীতে অভিযান চালানো হয়। এ সময় দু’টি বোমা মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলার সীমানায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তালুত অভিযান চালিয়ে পাঁচটি বোমা মেশিন ধ্বংস করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বাংলানিউজকে বলেন, বোমা মেশিনগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
এমজেড